আলো জোরালো আলো চাই
আলো চাই। জোরালো আলো।
তোমার ঠোঁটে ভালবাসা রেখে যাব
বাবার হাত ধরে বহুবার দেখা নদীর গভীরে
শান্ত দেশের ঠিকানা জেনে নেব
জঙ্গলের সুরক্ষিত সাপেদের শব্দ চিনে
প্রশস্ত এবং পরিচ্ছন্ন একটা কাহিনী লিখে নেব-
আলো চাই আলো। আরো জোরালো কিছু আলো।
ছায়ারা বহুক্ষণ একা, গোটা রাস্তা জুড়ে জীবাণুর
মত সুরক্ষিত, টেবিলে অনেকগুলো চেয়ারের মুখ
বন্ধ, মাঝরাতে চেঁচিয়ে উঠছে মাসিক পত্রের প্রথম
পাতা, দু'পা গেড়ে দাঁড়াতে পারছে না, জুতোর শব্দ,
আমি আছি, সেও আছে, কত রাস্তা, অফিস থেকে
ফেরার পথে আলো, আলো চাই, জোরালো আলো-
ফুলেদের ঠোঁট ছুঁয়ে জন্ম নেবে অন্য এক বৃক্ষ-