দোঁহা

পূর্ণেন্দু মিশ্রর কবিতা


শাসক      

শাসক আসলে এক মজার পুতুল,
তাকে মাথায় চড়ালে হিতে বিপরীত হয়।
শাসক আসলে এক মজার খেলা,
শাসন শাসন ছাড়া যে আর কিছুই চেনে না।
শাসক এক আশ্চর্য প্রাণী,
যার চোখ আছে তবু চোখ নেই এমন জড়ভরত।
শাসক আসলেই পুতুল এক,
আমরাই তাকে ওঠাই-নামাই


স্বাধীনতা    

আমি রোজ স্বপ্ন দেখি এই-
যেন স্বাধীনতা নামের তেরঙা পাখিটি
রুটি পায় নিজের ভাষাতেই।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন