নতুন বোষ্টমিকে
আলো পড়লে তোমার আংরাখায় পায়রা পুষবো
আলো পড়লে আচকানে রথের মেলা বসবে,
নাগরদোলায় শুধু তুমি আর আমি
আলো পড়লে তোমার কলাবতী রেখায় লিখে রাখবো
জীবনানন্দ দাশ
আলো পড়লে তোমার গেরুয়া আলখাল্লায় বিছিয়ে দেবো
মৌর্য সাম্রাজ্যের ইতিহাস।
সবুজদ্বীপের পাখীরা নেমে আসছে এই গ্রহে। রোদে রোদে
সুখের পালান। মৃত সঞ্জীবনী নিয়ে কে যেন ফিরে এসেছে
লক্ষ্মণের শিয়রে। যেন এমনই ছিল বেগুনী দোপাটির দেশ!
প্রহরে প্রহরে নক্ষত্রের নগরসংকীর্তন। আলো পড়লে
তোমার কপালে রসকলি এঁকে দেবো, পরম আদরে।
কণ্ঠিবদল
টিপ মুছে গেলে তোমার ললাটে এঁকে দেবো
মহাপ্রলয়ের আলোকবর্তিকা। নিদাঘের সুর
মিলিয়ে দেবো সূর্যসম্ভারে। মেঘে মেঘে বেলা
বাড়বে শরীরের চন্দনচর্চায়। ভেজা আকাশে
মেলে দেবো নিভৃতির রসকলি।
টিপ মুছে গেলে নিরালায় হেঁটে যাবো
বেদনার আলপথে। ধানিজমিতে ছিটিয়ে দেবো
স্বপ্নের ভুট্টাদানা। বাতাসের প্রবাহে বেঁধে দেবো
রেশমি মোরগঝুঁটির মালঞ্চ। টিপ মুছে গেলে
সম্পূর্ণ হবে আমাদের অলৌকিক কণ্ঠিবদল।।