অন্ধ বাউল
ইস্পাতের মতো তীক্ষ্ণ ধারালো তোমার ঠোঁটউষ্ণতার মধ্যে জিবের আহ্বানআস্বাদিত চুম্বনের প্রগাঢ় আগুন…
স্মৃতি থেকে খুঁটে নিই এই সবআতপ্ত বিকেল, মধ্যাহ্নের গাঢ় জ্বর
তোমার শরীর যেন জন্ম দেয়
আমার শরীর…
সেই প্রেম ফেলে রেখে ভুলভুলাইয়া মাঠেপথহারা আমরা যেন অন্ধ বাউল…
দয়ার দান
আলোর দিকে তুমি, আমি অন্ধকারে
এই যে দূরত্ব ব্যবধান
জমিন আশমান ফারাক
অনতিক্রম্য দীর্ঘ পাঁচিল
চেয়ে চেয়ে দেখে গেছি…
সামর্থ্য ছিল না তাই
সংগোপন গুপ্ত গুহা খোঁজাদাবিপত্র পেশ নয়, ভিক্ষালব্ধ কর…
তোমার দয়ার দান ধরে আছে আজও!