দোঁহা

সব্যসাচী মজুমদারের কবিতা

  


 ঘাসের ভেতর

ঘাসের ভেতর সূর্য নামলে
উপত্যকায় সাজানো বাড়িগুলোর ভেতর
কুয়াশায় ঢেকে যায়, জানি।

ভেড়ার পশমি ছুঁয়ে, চেরি, নরম কুকুর
ছুঁয়ে ছুঁয়ে কুয়াশা কেবল ঢুকে পড়ে
মানুষের বাড়ির ভেতর

অথচ বনের মধ্যে পাখির সে কী ডাক!


প্রতিহিংসা তৈরি হয়
দম বন্ধ করে নিই
নির্ভরযোগ্য দাঁতের ওপর বিশ্বাস করি
জীভের ভেতর দিকে
বৈষ্ণব হয়

তোমার দ্রাঘিমাংশ পোড়ে, দেখে,হাসি
তোমার দ্রাঘিমাংশ পুড়ে গেলে হাসি...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন