দোঁহা

সংবেদন চক্রবর্তীর কবিতা


 চিতা-ভস্ম-ছাই
 
আমার না আছে কোনও শত্রু

আমার না আছে কোনও মৃত্যু

ফিনিক্স পাখির মতো আমার জীবন
জন্ম জন্ম-চিতা-ভস্ম-ছাই।

দেহতত্ত্ব কার সুরঙ্গনা?

 

প্রকৃত মাটির টান

আমার কোথাও কোনো দরবার নেই
ঘোষিত মিছিল থেকে অনেকটা দূর
যেখানে মৃত্তিকা কথা বলে, পাখিদের কলতান
প্রকৃত মাটির টান টেনেছে আমাকে বারবার
যতবার তুমি ডাকো ততবার ফিরে ফিরে আসি

অন্ধত্বের পটি বেঁধে সময় বিছানা নিয়ে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন