অচিন্ত্য ব্যানার্জী
সব ঋতুরই একটা নিজেস্ব রূপ থাকে । সেই রূপে কখনো শুষ্কতা আছে,কখনো শ্যামলিমা আছে, কখনো আবার আছে রুক্ষতা। কিন্তু শরতের শুধু রূপ নয়, একটা গন্ধও আছে লালিমা মাখা। আর সেই গন্ধের নাম "পুজো পুজো"। শিউলি, কাশ, তুলো মেঘ, নতুন কাপড় সব কিছুর গন্ধই বড় নস্টালজিক...বড় আদরের।আর এই সব গন্ধকেই আমরা একসাথে চিনি শরৎ নামে। আকাশ কাশবন চুইয়ে ঢলে পরে নদীর ধারে...নীল সাদা মেঘ এপাড়া ওপাড়া ঘুরে বেড়ায় সোঁদা গন্ধ নিয়ে, ধুলো ছিটিয়ে দেয় অলস পড়ে থাকা কমলা সাদা ফুলের ওপর। খড়ের ওপর মাটি লাগে, মাটির ওপর রং...আর এই রংই রঙিন করে তোলে শরৎ কে, আমাদের মন কে।
বাঙালির চোখে ঠোঁটে গালে যে শরৎ লেগে থাকে তাকে মুঠোতে বা মুঠো ফোনে বন্দী করে ফেলার একটা চেষ্টা সব বাঙালির মত আমি খানিক করলাম। কেমন লাগে দেখুন তো...