![]() |
ছবি © রাহুল ভট্টাচার্য/ পিক্সাবে |
মমি জোয়ারদার
মা আসছেন, শুনলেই মনের মধ্যে উৎসবের ঢেউ। মাতৃপক্ষ জুড়ে দেবী আরাধনায় মাতোয়ারা বাঙ্গালী। কিন্তু মাতৃপক্ষকে তো শুধু ক্যালেন্ডারের তারিখে সীমাবদ্ধ করে রাখলে চলবেনা। মাতৃপক্ষ চলে জীবন জুড়ে। কখনো আমরা ছোট্ট শিশুটি হয়ে মায়ের কোলে, কখনও আবার প্রকৃতি মায়ের কাছে নতজানু। মায়ের সাথে সম্পর্ক চিরন্তন, শাশ্বত। এই পৃথিবীর অগণিত প্রাণীকূলে এই একটিমাত্র সম্পর্ক চিনে নিতে আমাদের অসুবিধা হয়না। সন্তানের প্রতি মা সব সময় উদার, স্নেহশীল।
আমাদের প্রকৃতি মাও আমাদের প্রতি সমান স্নেহশীল, উদার। দুহাত ভরে আমাদের দিয়ে চলেছে। প্রকৃতির এই রূপেই আমরা মোহিত হয়ে বারবার ছুটে যাই তার কাছে। সমগ্র জীবকুলের কাছে মাতৃস্বরূপা প্রকৃতি যেন তার সবুজ শ্যামল রূপটি নিয়ে বিরাজ করতে পারেন তা আমাদেরই খেয়াল রাখতে হবে। তবেই তার আশীষ আমরা পাব।
আজ মাতৃপক্ষে দোঁহার পাতায় দেবী মায়ের সাথেই আমরা প্রণতি জানাই এই ভুবনের সব মা ও প্রকৃতি মায়ের প্রতি।
মানবী না দেবী ? যাইহোক মায়ের মূর্তি গড়া শুরু।
হলেও নগন্য, তবু তো মা। এই সম্পর্ক চিনে নিতে অসুবিধে হয় না।
মা দুর্গা আসছেন, উৎসবের শুরু