দোঁহা

আমিনুল ইসলামের কবিতা



 ধম্মের কথা

ঘরের ভেতর কে জানে কত প্রতিক্ষায়~
ফুটিয়ে নিচ্ছে জল

সব উবে যাওয়া পায়রার আকাশ নীল

সৌজন্য তবুও সবুজ বলেই উদ্ভিদ স্বতেজ
স্বচ্ছ আয়নার কাছে ধার করে ফল

জলের ধর্মই নীচে নামতে নামতে ছুঁয়ে আসে তল

মগ্ন ডাহুকের ডানায়~জলাধার অতল

ঢলে পড়া রঙিন মোড়ক সুখের উল্লাস
নিঃস্ব এ-শহরের দিকে

ফিরে দেখা প্রাচীন কাজল  

যে মানুষের খোঁজ লিখে রাখে
পাখির প্রতিটি পালক~স্বচ্ছ সজল



বাধ্যতা মূলক নয় এমন...

তোমার আগুনে জ্বলে পুড়ে~
অষ্টাঙ্গিক মার্গ ঠোটস্থ করছে পাখি

সামান্য জীবন দিয়ে কতটুকুই বা উপলব্ধি
ঝকঝকে সোনা হয়

আর এই বহুমাত্রিক রূপের তুষ
ধিকধিক ড্রাম বাজায়~

উলঙ্গ ফেসবুক নিভে
স্ক্রল হয় অন্য জীবন

যেখানে প্রবেশ অবাধ নয়

অবাধ্য যারা~

গোঁফে তেল দিয়ে কাঁঠাল পাকছে দেখুন~

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন