নগ্নটি কারও কাজ
তাস করে বিন্তি নাচে উঠোন আলগা
হয়
নগ্নটি মেয়ে জুয়া ধরে এই গম্বুজ বাড়ি ছাড়িয়ে আরওতর
আড়াল হয়ে আমি অমনি আবডাল
কেবল পাতাগুলি ঝরে পড়ে আর যুবরাজ বেড়ে যায়!
আমি
তোমার আসব তোমার ওসব তোমার যতসব
দেখি
ভূভারতের স্বপ্ন ফুরোয় না
কেন?
ভূস্বর্গের ভেতর কত যে ঠাসা অনিবার্য শোঁ-শোঁ অথবা সংবেদী
হয়তো গোলতর গোল গভীর স্ক্যানার।
মাত্র সাবকন্টিনেন্ট দেহের ভেতর
একটা ছটফট আরও ততটা বিকুলি
চোখ অবধি ঘুরছে।
খারিজ হচ্ছে হ্রদ, স্নান আরও কয়েকজন পাখি
বলা ভালো, পাখির চেয়ে পাখি
এই বাতাসকে দক্ষিণের বাক্য দাও
এবং লিঙ্গপুরাণ।
স্ক্রিপ্টের আগে বা পরে তোমার ব্যথা
রংকে রঙের আদরবাচক আঁচর
অতঃপর ভাষা, পাশেই ট্রেনের আবহমান
ভেতর অব্দি জানালার কর্মফল
বানান পড়ে সম্পূর্ণ মেয়ে আসছে...
এদিক
ফিল্ম থেকে ব্রিজ ছুটি নিয়ে বিদিক
ফাঁকে-বা-ফলে ঘটনার ব্রেক থ্রু
পাখিটি ছিঁড়ে গেল! আহ্ কৌতুক!
একটা রাতের সন্ধ্যা হয়েছে
ভদ্রলোকের জিম্মায় আরেক মাইগ্রেন
কাহিনির জনগণ ল্যাপটপ নিয়ে সেদিক
গৌতমের চাচ্চুবাবা প্রিন্ট আউট
শোভনা বলবে, জনবিরল পুনর্মুদ্রণ...
ওই তুলি কসম নিয়ে ক্যানভাসে
দেহর পর দেহ। বলা গেল সারা দেহ
করছে বোডিশেমিং
বয়ামের ভেতর গজব!
ও সুন্দর, তোমার ব্যথার নাম কী?