দোঁহা

অর্ঘ্যকমল পাত্রের কবিতা



 অপর্যাপ্ত 

ভাঙার ইঙ্গিত এসে কতটা ভেঙেছে বলো
তোমার ভিতরে, মনে?

এখন এই নির্জন গৃহকোণে, কতকাল
টুকরো টুকরো হয়ে — আহত লিখেছি গান…

এবারে শোনাবো সব বয়সে ছোটো হলেও
আর তো কিছুই নয়; প্রেমিক পরের কথা

কেবলই বন্ধু হিসেবে চেয়েছি সম্মান!


সমর্পণ

যে-মেয়েটি কবিতা হাতড়ে, কবিকে খুঁজেছে তাতে
সে তো জানবে না, তাকে, সেই কবিতায় ফেলে রেখে
কবিটি কখন যেন উঠে গেছে অন্য কবিতায়
কী তীব্র খুঁজেছে শুধু  নিজেরই কবিতানারীটিকে

পাঠিকাটিও চশমা পরে? তা পরুক, পরা ভালো;
সবার সমস্ত আলো দেখে ফেলা কবিটির নেই কোনোরূপ হীন-কাতরতা, ভয়…

চশমা অবধি ঠিক; কিন্তু তার ভেতরে দু'চোখ?
এটুকুই  সান্ত্বনার, যে, ওটুকু  এক নয়…

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন