দোঁহা

অর্পিতা ঘোষ পালিতের কবিতা



 স্পৃহা
 

চুমুক দিতে গিয়ে দেখি শূন্য পেয়ালা,

অভিনয় করি–

মেটেনা মনের সাধ।

কষ্ট আর প্রেম থাকে জড়াজড়ি করে।
একদিন গরম চায়ে–

             মন জুড়াতো দস্যু রত্নাকরের...

বীজধান জেগে থাকে–
আগুনের তাতে ভাত হবে বলে।

    

জন্ম বৃত্তান্ত
    
আকাশ জুড়ে মেঘের আনাগোনা,

আয়না নেই তাতে,

শুধু মৃত্যুর মতো শীতল।

বৃষ্টির দেখা না পেলে-

বর্ষবরণের আনন্দ থেকে হতে হয় বঞ্চিত।

রোদ আর স্বচ্ছ জলের ফোটার-

টুকরো টুকরো গল্প জীবিত থাকলে

জন্ম নেয় বিশাল রহস্যময় প্রেমের উপন্যাস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন