![]() |
ছবি © রাহুল ভট্টাচার্য/ পিক্সাবে |
অরূপ কুমার রায়
কুমোরটুলির সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখানে প্রতিদিন আসলে ও নতুনত্ব খুঁজে পাওয়া যায়,কাল যে মূর্তিটার সবে কাঠামো প্রস্তুত হয়েছিল আজ যেনো সেটা জীবন্ত হয়ে ওঠে।অলিগলিতে সব শিল্পী তাদের অধ্যবসায়,আবার পেটের টান,নতুন রঙের গন্ধ,পুজো পুজো রব সব মিলিয়ে যেনো কোনো এক মহা উৎসব চলে সেখানে ৩৬৫ দিন ই।