দোঁহা

দেবার্ঘ সেনের কবিতা


 দূরভাষ 

রাত্রিকালীন যেসব অক্ষর জড়ো হয় হৃদয়ে এসে,
তাদের জলপোড়া দিই।
মনে মনে বিতাড়িত করার চেষ্টা করি,
ওপারের সমূহ বাতাস।

খিদে মরে গিয়ে যেভাবে থেকে যায় অসাড় পাকস্থলী
সেভাবেই হয়তো একদিন
আমিও মরে যাবো।

শরীর পড়ে থাকবে কোনও নদীতীরের শ্মশানে
তখন হয়তো যান্ত্রিক কোনও রাত ভাসাবে
রক্ষাকালীর দূরভাষ...



অভিযুক্ত

কান্নায় কান না পেতে
তোমার আমার দূরত্বকে কান্না দিয়ে মাপি।

আজ কিছুটা সূর্যকে খেয়ে দেখলাম,
আমিও মানুষের মতো সর্বভুক কিনা!

অনেকে আমাকে অভিযুক্ত করলো এই বলে,
যে তারা মোটেই সূর্য খায় না।

আমি জানি তোমার ঘরে রোদ পৌঁছায়নি আজ
তুমিও মনে মনে অভিযুক্ত করেছো আমাকেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন