দোঁহা

ফুয়াদ হাসানের কবিতা


আমাদের রান্নাঘর   

রান্নাঘরে জমায়েত কন্যা জায়া ও জননী
বৌ-কে পোড়ানো আগুনে ভাইরাল হওয়া শুনি
বুয়া সেজে আসে রয়টার্স-বিবিসির প্রতিনিধি
বাধায় মহাসমর, এটাও কপালে ছিল বিধি

রান্নাঘর জমকালো, লালগালিচা সংবর্ধনা
দুজনের শান্তিচুক্তি নিয়ে তুমুল তর্কালোচনা
থালাবাসনের ড্রামপার্টি, চামুচের কনসার্ট
বিশ্বকাপের এটাই কী ফাইনাল খেলার মাঠ

রান্নাঘরে যত কাটাকাটি, কত শত মুণ্ডপাত
জিহাদ ও বিপ্লবে সূচনা স্ফুলিঙ্গের ধারাপাত
একবেলা রেঁধে পুরুষের কণ্ঠেও নারীবাদীতা
হাড়ির অনলে বিশ্বব্রহ্মাণ্ড অতল রাবণের চিতা

রান্নাঘর ঝাঁঝালো তেল-মসলাঘ্রাণে বায়ুসেনা
অবরোধ কাল হরতাল হাড়িতে আগুন জ্বলবে না
যে উনুন প্রশান্তি এঁকেছে ভাবি আপাত দু-দণ্ড
কত দেশ মহাদেশ সংসার বিভেদ – খণ্ড-বিখণ্ড


মুখও মুখোশ

মুখও কিন্তু একটা মুখোশ
তা না হলে এমন করে
বদলে যাবে কেন এতো
ক্ষণে অণুক্ষণে  
সে প্রতিবার
একরকম না থেকে কেন
এ অচেনা পরিবর্তন
তার বারবার

বসের সামনে দাঁড়ালে যে
চেহারাটা, দেখা যায় না
অধীনস্থদের অধীনে
পাওনাদারের কাছে মুখটা
কত সহজ বদল ঘটে
বা ধারদেনা করা লোকটি
দেখতে পেলে...

মুখও কিন্তু একটা মুখোশ
তা না হলে
বাচ্চারা ভয় পাবে কেন এমন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন