দোঁহা

এলা বসুর কবিতা



বিষ ও আবেশ

বাড়ির লাগোয়া বাড়ি।
একই চাতাল হলেও,
মনোযোগ পাওয়া বেশ কঠিন-
তবু আছি,
দাঁতে দাঁত চেপে
এর শেষ দেখে ছাড়ব!

এত বেশীবার
দাঁড়াশ সাপের লেজের ঝাপ্টা খেয়েও,
ওষুধ, ঝাড়ফুঁক করে প্রত্যেকবার,
উঠে বসেছি একটা সময়পর-
এই বিষ অপরিচিত নয়।
এই স্পর্শ, গন্ধ, মোহ, আবেশ আমি কিনেছি
হৃদয়ের মূল্যে!

 

বিষাদ

বিষণ্ণতা
এক আশরীর বিপন্নতা
এক ভয়ঙ্কর ঝড়-পরবর্তী স্তব্ধতা।
আগ্রাসী ভূমিকম্প শেষে
এক হাঁ করা জমিন!
যে এটা লালন করে, করতে জানে,
সে জানে, তারা জানে
এর শুরু আছে, শেষ নেই
গলা চিরে বুক বরাবর নেমে এসে
শ্বাসরোধ করে রাখে দীর্ঘক্ষণ
চোখাচোখি হয়েছ কি,
সে লজ্জায় পালাবে
এও এক অননুভূত অভিসার
সাদা রঙ না বলা কথার মতো নিস্কলুষ
নীলের আকাঙ্খা আছে-
জলে ও আকাশে দেওয়া তার প্রতিশ্রুতি
সে প্রতি পদে মেনে চলে
শোষণ ও শাসনের রঙ ঘোলাটে
বদ্ধ জলাশয়ে মৃত মাছের শরীর যেন
বিষণ্ণতার আছে এক জলজ রঙ
তার স্পর্শ পাওয়া সহজ নয়
আসার হলে সে নিজেই আসে
সে জ্বলে ওঠেনি কোনোদিন
তাই ঝড় তাকে নেভাতে পারেনা
সে একক, সে ব্যতিক্রমী
সে নির্জন হৃদয়ে সুপ্ত এক গুপ্তধন!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন