দোঁহা

হারাধন চৌধুরীর কবিতা

 

স্বচ্ছতার ভয়াবহ বিস্ফোরণ 

দশ লেখা সব টাকার দাম এক। 

কোনও টাকাই

কোনও পকেটে 

সুবোধ থাকার বান্দা নয়
বৈতরণি পেরিয়ে এসে
তবুও কন্ডাক্টরের হাতে
ফর্সা টাকাটা

তুলে দিতে মন চায় না।
তার জন্য হাতে উঠে আসে 

অন্ধকারেও
আনমনেও
নৈর্ব্যক্তিকেও
শুধু ছেঁড়া ময়লা টাকাটাই
পরিকর মধ্যে

স্বচ্ছতার ভয়াবহ বিস্ফোরণ
তবু হস্তলিপি অতি অপাঠ্য।।


রোদের লতা বেয়ে 

ছাতা বাড়ি রেখে আসার কিছুটা পর তুমি বেশ বুঝে যাও

এই মেঘের উপর ভরসা করা উচিত হয়নি আদৌ

গাঢ়-রং সব-মেঘ যৌবনের নাছোড় পূজারি
 

রসের ঘ্রাণে পীড়নে শুদ্ধ অন্তঃকরণ হয়ে থাকে ভিখারি

বৃত্তিনিষ্ঠা চিনিদানা ঘিরে সেরা প্রহরী কোতোয়ালের

তুষারের পাহাড় ওড়ে রোদের লতা বেয়ে ক্ষণ মরণের


তারপর জাগ্রত আদিম নিবিড়, একান্ত আপন রাত্রির

কী অদ্ভুত ভিজতে থাকে অসহায়তা, আকাঙ্ক্ষার গভীর!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন