![]() |
ছবি © রাহুল ভট্টাচার্য/ পিক্সাবে |
জয়দীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতার উত্তর ভাগে একটি বিখ্যাত হস্তশিল্পের অঞ্চল কুমোরটুলি। এই অঞ্চলটি "পটুয়া পাড়া " হিসেবেও পরিচিত। প্রধানত মৃৎশিল্পীরাই এই অঞ্চলে বসবাস করেন। সারা বছর ধরে এই শিল্পীরা কাজ করে চলেছেন। কুমোরটুলির বিশেষ কিছু নিজস্বতা রয়েছে। শিল্পীদের জীবনের সাথে তা ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে। আমার ছবিতে সেই নিজস্বতারই ছাপ বহন করছে।