![]() |
ছবি © রাহুল ভট্টাচার্য/ পিক্সাবে |
সুমন মুখার্জী
"যদি হলো যাবার ক্ষণ
তবে যাও দিয়ে যাও শেষের পরশন।"
দশমী মানেই মায়ের বিদায় বেলা। আর সেই বিদায়ী সুরের মধ্যে ভেসে থাকে রঙিন আনন্দ। চলে যাওয়া তো আবার ফিরে আসারই সংকেত। মা কৈলাশে না গেলে আসছে বছরের অপেক্ষা থাকবে না। তাই আমরা রঙিন ভাবে মা কে বিদায় জানাই। সমস্ত ভালোবাসা ভক্তি নিয়ে পান, সুপারি, জল, মিস্টি দিয়ে মাকে বরণ করে ছোঁয়ানো সিঁদুর আমাদের নৈবেদ্য হয় গোটা বছরের। ঢাকের শব্দ, ধুনোর গন্ধ ও সিঁদুরে রক্তিম হয়ে ওঠে আকাশ বাতাস। সব ভেদাভেদ ভুলে একসাথে মেতে ওঠে সকলে, মায়ের আরাধনায়। সমস্ত অশুভ কে বিদায় জানিয়ে এক সৌহার্দিক সম্পর্কের বাঁধনে বেঁধে 'শুভ বিজয়ার' আদান-প্রদানের মধ্যে দিয়ে এক বছরের ভালোথাকার রসদ জুগিয়ে মা বিদায় নেন...