দোঁহা

ঝিলম ত্রিবেদীর কবিতা

 


গ়ালিব 

আমি সুখের চেয়ে কিছু কম
দুঃখের চেয়ে কিছু বেশি
আমার আঘাত নিয়ে বসবে নিলাম চলে এসো

বাগানের মৌন মিছিলে
সারারাত কুমারী ফুলের রেণু বিঁধেছে আমায়

সারারাত তারাদের ঠোঁটে ঠোঁটে পৃথিবীর ঘ্রাণ

সেখানে কেমন আছে নজরবন্দি বন্ধু?
কেমন আমার ঘর
মনকেমনের ঈশ্বর পড়ে আছে

দোষী আমি
দুষ্প্রাপ্য দোষে আমি দোষী

আমাকে ছাড়িয়ে গেছে আমার চিহ্নগুলো বেশি...


সদত হসন মন্টো

মৃত্যুর মতো জন্ম তোমার
শ্মশান আঁতুড়ঘর
পার্টিশন জরাসন্ধ করেছে শরীর

ডান-হাত জানে না বাঁ-হাতের লুকোনো দৃষ্টি
বাঁ-চোখ চেনে না ডান-চোখের মুগ্ধ তির

তুমি স্বপ্ন
তুমি শান্তিপ্রস্তাব পৃথিবীর

সমস্ত যুদ্ধের গায়ে থুতু ফেলে
কাঁটাতারে ওড়াও কিশোরী বেশ্যার সতীচ্ছদ!

যা কোরানে লেখা নেই
যা তোমায় শেখায়নি কুকুর সমাজ-

তুমি সেই অশ্লীল সূর্য

তুমি সাহসী উড়ান পাখির...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন