দোঁহা

লক্ষ্মী ছেলে



ময়ূরাক্ষী গঙ্গোপাধ্যায়

অনেকদিন পর শব্দ হারানো একটা সন্ধের আবেশে ছিলাম। জীবনে এমন মুহূর্ত বারবার আসে না। এক জীবনে এমন মুহূর্তের সৃষ্টিও বারবার হয় না। এই মুহূর্তকালের জীবনে জীবনের মূল্য বুঝে নেওয়া সহজ কথা নয়। কৌশিক গাঙ্গুলি সেই জীবনের গল্প বোনেন বাস্তবের আঙিনায়৷ সুনিপুণ আল্পনায় ফুটে ওঠে আমির, গায়ত্রী, শিবনাথ নামের আড়ালে লুকিয়ে থাকা অজস্র লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়েরা।

এই সব উপলব্ধি গলার কাছে দলা পাকিয়ে একটাই সুরে বারবার অনুরণিত হচ্ছে- 'জোনাকি আলো নিবিয়ে লুকোয় অন্ধকারে'। আমরা কতোটুকু জানি অন্ধকারের মানে! কতোটুকু জানি চোখে দেখা অন্ধকার রাতগুলোর থেকেও গভীর মনের অন্ধকার যেখানে প্রতিটা অলিগলিতে বিশ্বাস হয়ে উঠেছে অন্ধ, প্রতিটা ইমারতে ঘুনের মতো বেড়ে চলেছে কুসংস্কার, যেখানে নিকোনো দাওয়া ভেঙ্গে শ্বেতপাথরের মন্দির তৈরির স্বপ্ন দেখা যায় অথচ সদ্যজাত শিশুকে ডাক্তার দেখানো যায় না।

'লক্ষ্মী ছেলে' কোনো গল্প নয়, সিনেমা নয়। এটা আসলে রুক্মিণীদের জীবনের কথা। চারহাতের মহালক্ষ্মীর একটা সাধারণ মেয়ে হয়ে ওঠার কথা। একগুচ্ছ তরুণ প্রাণ আর 'সিং ভেঙ্গে বাছুরের দলে ঢুকে পড়া' চরিত্রদের কথা। একটা মায়ের কথা। একটা অচ্ছুৎ গ্রামের কথা। একটা পড়ে থাকা ব্যাগ, ভাঙা চশমা, আর খাটের তলায় টিক টিক করতে থাকা ঘড়ির কথা যার কাঁটায় লেগে থাকে রক্তের ছিটে, কান্নার শব্দ আর অনেকটা আনন্দ।

সিনেমার রিভিউ লিখছি বলেই অভিনয়ের প্রসঙ্গ আসে, আসে অভিনেতাদের কথা। কিন্তু 'লক্ষ্মী ছেলে' তো সিনেমা নয়, এখানে কেউ অভিনয় করেন নি। কাউকে পাঠ মুখস্থ করতে হয় নি। এতো সাবলীল, এতো সহজ, অথচ এতো গভীর উপস্থাপনা শুধুমাত্র করতালি নয় কিছুটা চুপ করে থাকা একলা সময়ের দাবী রাখে। আমি সেই সময়ের সাক্ষী। এখনও বুকের ভেতর খাবি খাচ্ছে অনেক শব্দ। প্রেক্ষাগৃহের আনাচেকানাচে আমির, গায়ত্রী, শিবনাথরা ছিলো। ওরা আছে বলেই জ্বরে গা পুড়ে যাওয়া লক্ষ্মী ঠাকুরেরা একদিন ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে দিতে পারে আমিরদের দিকে আর আমরা মনে মনে গাইতে থাকি 'লক্ষ্মী যেথায় বসত করে খুদ কুড়ানির মন, আজ চার আনা কাল চার আনা পাই যে দরশন'।

 


 সিনেমা. লক্ষ্মী ছেলে (২০২২)
পরিচালক. কৌশিক গাঙ্গুলি
অভিনয়ে. উজান গাঙ্গুলি, ঋত্বিকা পাল, পূরব শীল আচার্য প্রমুখ
সিনেমাটোগ্রাফি. গোপী ভগৎ
সংগীত. প্রবুদ্ধ ব্যানার্জী
প্রযোজনা. উইন্ডোজ প্রোডাকশন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন