অপেক্ষা
অন্তঃবৃক্ষে শুদ্ধস্বর হৃদয়প্রেম
ভালোবাসার অপূর্ব সৌরভ
আমার সমস্ত অনুভূতি
তোমাকে কেন্দ্র করে ঘুরে
হে প্রাণসখা, প্রাণের স্পর্শে এসো
দেখে যাও
একটা মানুষ তোমরা হতে কতটা উদগ্রীব
ফুলের পসরা সাজিয়ে নই
হৃদয়ভর্তি প্রেম নিয়ে অধীর আগ্রহে তোমার অপেক্ষায়।
কথার জুলুম
কথার অগণন নান্দনিক জুলুম
হৃদয় ভেঙে চুরমার করেছে
ভূপৃষ্ঠের প্রতিটি মুহূর্ত
আমার হৃদয় স্পর্শ করে
স্পর্শ করে মানুষ চোখ-মুখাবয়ব
হৃদয়ের নড়াচড়া
মানুষের হেটে যাওয়ার শব্দ
হইচই আড্ডা পিকনিক
মৃত বাড়ির কান্না
শোকসভা আর নির্বাচনী সভা-সমাবেশ
সবকিছুর ভেতর ধামাচাপা দিয়ে
আসল ঘটনা বেশীদিন চেপে রাখা যায় না
সত্য একদিন ফুলেফেঁপে উঠে
দেখিয়ে দেয় মানুষের ভেতরকার রূপ।