দোঁহা

নাফিউল হক নাফিউ এর কবিতা



নোঙর

তোমার
ঘাটে
নোঙর
ফেলে
মাঝি

যে সন্ধ্যা তুমি
জ্বেলেছো আমার চোখে
সেই চোখে আমি নোঙর ফেলা দেখি...

চারিদিকে ধূসর খেয়া কত !
খেয়া ঘাটে বহ্নিশিখা জ্বলে...
তোমার ঘাটে আমিও যাবো স্নানে,
স্নানের সময় তুমিও না’হয় থেকো...

স্নানের পরে আমার খেয়া ঘাটে,
মাঝির মতো তুমিও না’হয়
একটা নোঙর ফেলো...


জল উৎসব 

অন্ধকারে কুপি জ্বালিয়ে
চলো, জলভরা দিঘি তে গিয়ে
পদ্ম ফোটায়।

একেকটি ঋতুকে সাজায়
একেকটি জলরেখার ঢঙে।

চলো লাল ফিতেয় বেঁধে রাখি
একেকটি জলের স্রোত।

কাদায় রং ঢেলে
চলো, মেতে উঠি জল উৎসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন