দোঁহা

নীলম সামন্তের কবিতা



 স্থলপদ্ম-the faded pink

 এই মাত্র দাঁড়াতে শিখলাম

অন্ধ প্রেমিকের হাতে স্থলপদ্ম গুঁজে দিতেই
স্বপ্ন আসছে
নৌকা আসছে
দু'মুঠো পিরিত মাখছে আদিম আপেল

স্থলপদ্ম-the faded pink
রিয়ালাইজেশনের পরবর্তী ধাপগুলোতে
ব্লাউজের বোতাম সেলাই করি

হাত ভর্তি রোদ্দুর
নাভিতে একতারা

আমরা এখনও যুগ্ম নই
গলা অবধি নদীর উত্তালে সে গান ধরলে
মাঝরাত মিশে যায় মিলনবার্তার আশ্চর্য ঘুঙুরে
 


Its a nightmare

Finally I have deleted the window from a imprisoned wall

উদ্দেশ্যগুলো পুরনো তানপুরার পাশে
ধ্রুপদ থেকে মুখোশ
হাসিমুখে ল্যাভেন্ডার

তুমি কি ভাবছ আমি বা আমরা হাত গোটানো ভ্যাড়া
যথেচ্ছ লোম তুলে সোয়েটার বুনে নিতে পার
Its a nightmare. Be aware of it

একদিন ঠিক বুঝে যাবে
এইজন্য তুমি আসনি

যেভাবে নখের দাগে ফালাফালা করছ ঈশ্বরের বুক
আর বেড়ে যাচ্ছে শ্মশান ভিড়
তোমাকেও বুঝতে হবে
Its not a ac tram
দুপয়সায় ঘাম শুকিয়ে নিতে পারবে

দরকার তোমারও

যেমন যৌনজলের উপাখ্যান নিয়ে মেতে উঠেছিলে
পর্দা, পর্দা এবং পর্দা
ঈশ্বর বেরিয়ে গেছেন ফাঁক দিয়ে
চোখ লুকিয়ে ভেসে গেছ ক্লিভেজ আর উন্মুক্ত স্তনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন