আমন্ড স্ট্রিট~
আমন্ড গাছের নীচে তোমার অপেক্ষা করার কথা ছিল
অথচ আমার চেনা রাস্তায় কোন আমন্ড গাছ নেই
পায়ের পাতায় কাঠবেড়ালি, আমি তাকে বাদাম দিয়েছি
ও কি আমায় চিনিয়ে দেবে আমন্ড স্ট্রিট?
তোমাকে খুঁজে না পেয়ে সারাদিন মরে মরে যাই
কাম ও বৈরাগ্য খেলা করে কাঠবেড়ালির সাথে
তোমার স্তনে আঁকা প্রজাপতি উড়ে গেছে কবে
পরাগে রেণুতে মাখামাখি এখনো প্রণয়-
আর কতদিন হেঁটে যাব
আমন্ড ছায়ায় তুমি, তোমার ছায়ায় বিচ্ছেদ বসত।
নির্মাণ
ঘুমের মধ্যে এলো কবিতার তৃতীয় লাইন
প্রথম ও দ্বিতীয়ে অনেকক্ষণ ঘুরে বেড়াবার পর
নিশ্চিত অ্যালপ্রাজোলাম, গোপন চাঁদ বা স্থিরচিত্র
স্বপ্নে ধূমপান নিষিদ্ধ নয় অতএব গোল্ডফ্লেক
চতুর্থ লাইনে পুড়ে যায় জমকালো এক শহর
কবির বেহালা নেই বাতাসতাড়িত প্রেম প্রতারণা
পঞ্চমে এসে মাথা কুটে মরে...
অসমাপ্ত লাইনের সাথে কথাবার্তা হয়
একটা জিজ্ঞাসা চিহ্ন পোডিয়ামে এসে দাঁড়ালে
দিন নেই রাত নেই ঘুম নেই
ষষ্ঠেন্দ্রিয় সাবধান করে, "ধ্বস সামলে..."
কবিতা গড়িয়ে পড়তে গিয়েও বেঁচে যায়
আকস্মিকতা নিয়ে নিবন্ধ লিখতে বসে রাতভোর
এখন নিভে যাওয়ার সময় নাকি জ্বলে ওঠার
ভাবতে ভাবতেই ফুরিয়ে যায় গচ্ছিত প্রিমিয়াম
নির্মাণ ঘুরেফিরে সেই ভাবলেশহীন কোয়াটার্ণ...