দোঁহা

বিজয় সিংহের কবিতা



ডিকশন

আমার ঈশ্বর নেই
আমার ঈশ্বর এসে দখল নিয়েছে বাড়িঘর
নিষিদ্ধের ঘরবাড়ি নেই
কিছু বই কিছু ধুলো কিছু শব্দবোধ
হা পিত্যেস করে মরে প্রতিটি আয়ুতে

পুরনো ক্ষতরা রোজ সেলাই খুলেছে
তাদের নতুন ভাষা করায়ত্ব নয়
পুরনো মেমোরি থেকে বেরিয়েছে জিভ
প্রতিটি জিভের মধ্যে নিয়তির অনুদণ্ড স্থির

মৃত্যুকে আদর করে কচি নিশিডাক
সমস্ত মৃত্যুই মিশিবাবার মুলুক
সেখানে আগুন নিয়ে জলকেলি হয়
সেখানে ছুটন্ত নিয়ে ছিনিমিনি খেলে কাব্যবোধ

যে জীবন না-ঈশ্বর, তাকে
উড়িয়ে নিয়েছে মৃত শকুনির দল
সে দৃশ্যকে তিন লাথ ছুঁড়ে আমি
পালিয়েছি; হারামির
চূড়ান্ত ডিকশন আজ ফোয়ারা ওঠাক

 

দেহতত্ত্বের গান

দিমিত্রভ, আপনার বক্তৃতা শেষ হলে
শুনছি লালনের গান
দেহতত্ত্ব এ শরীর দুফাল করেছে ও
সাম্পান
রক্ত কেটে কেটে যাচ্ছে জাদু
বন্দরের দিকে

ফিকে হলে আলো, ছায়াছবির কাকেরা ডানা
ঝটপটাচ্ছে পিণ্ড গিলতে, ছয় কুটুরির  হার্মাদ কুকুর
যত ক্ষত দিয়েছে তারাও সারাটা দুপুর
রক্তগোলাপে ছয়লাপ, ছলছলে

ভালোবাসার শাপ ভয়াল এতটাই পরবরদিগর,
আমার মেয়ের লাশ কবেই পুড়েছে, ওর
গরম নিঃশ্বাস
থেকে খাজনা চাইছে আজও
নদীমাতৃক বাংলার বালিহাঁস

পোড়া নাভি ভেদ করা এমন রোদ্দুরও
গ্রাহ্যেই নিচ্ছে না  অদেহতত্ত্বের নবী
অরাজনৈতিকের সব নূর


        


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন