ডিকশন
আমার ঈশ্বর নেই
আমার ঈশ্বর এসে দখল নিয়েছে বাড়িঘর
নিষিদ্ধের ঘরবাড়ি নেই
কিছু বই কিছু ধুলো কিছু শব্দবোধ
হা পিত্যেস করে মরে প্রতিটি আয়ুতে
পুরনো ক্ষতরা রোজ সেলাই খুলেছে
তাদের নতুন ভাষা করায়ত্ব নয়
পুরনো মেমোরি থেকে বেরিয়েছে জিভ
প্রতিটি জিভের মধ্যে নিয়তির অনুদণ্ড স্থির
মৃত্যুকে আদর করে কচি নিশিডাক
সমস্ত মৃত্যুই মিশিবাবার মুলুক
সেখানে আগুন নিয়ে জলকেলি হয়
সেখানে ছুটন্ত নিয়ে ছিনিমিনি খেলে কাব্যবোধ
যে জীবন না-ঈশ্বর, তাকে
উড়িয়ে নিয়েছে মৃত শকুনির দল
সে দৃশ্যকে তিন লাথ ছুঁড়ে আমি
পালিয়েছি; হারামির
চূড়ান্ত ডিকশন আজ ফোয়ারা ওঠাক
দেহতত্ত্বের গান