মেনকা স্বপ্ন দেখেন কন্যা উমা বড়ো অস্থির হয়ে আছেন। পিতা হিমালয়কে সে কথা জানালে তিনি উমাকে চারদিনের জন্য পিতৃলয়ে নিয়ে আসেন এই আশ্বিনের শুভ লগ্নে-এ কথা প্রচলিত।
তবে আমাদের উমা কোনো নির্দিষ্ট তিথিতেই শুধু নয়, সে তো আমাদের ঘর আলো করে থাকে। আমাদের উমা যেমন কাস্তে হাতে মাঠে ধান কাটে, তেমনই এক্কা দোক্কা খেলে, নদীর পাড়ে পা ডুবিয়ে স্বপ্নে ভাসে, আবার অফিস করে, ঘর সামলায়, মূর্তি বানায়। আমাদের উমা তো যে সে নয়, সিঁদুর লব্জ লজ্জা প্রতিমার বুকে আগুন নিয়ে ত্রিশূলধারিনি। সে যেমন কাগজ কলম ধরতে জানে, প্রয়োজনে অস্ত্রও তুলে নিতে পারে। শিউলির শিশির গন্ধ মুখে ফুটে ওঠে বার্তা। উলুধ্বনি, শঙ্খ দিয়ে আবাহনে ভেসে আসে আলোর বেনু। আমরা একস্বরে বলে উঠি, "ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা"
কলমে-সুদেষ্ণা