দোঁহা

রাশেদুন্নবী সবুজ

 


 আমারও সাধ হয়

ডানে যাবে
যাও
উপরে যাবে
যাও
বায়ে যাবে
যাও
নীচে নামবে
নামো
নামতে নামতে
নামার
পথ ফুরালে
ফিরে এসো
দেখবে
আমি
বেলুন
হয়ে
গেছি



এসো

খুব কাছে এসে দেখি
ঝাপসা লাগছে
তোমার শান্ত পাড়ার মাঠ

নক্ষত্র পর্যন্ত যে পথ, সেখানে
চায়ের পেয়ালা হাতে, দাঁড়িয়ে
মন খারাপের বেড়াল খুঁজছো?

আমি বোধহয় সত্যি
কোনো ছোট পাখি, রোজকার বিরক্তি
ঠিক যেমন দাম বাড়লে হয়

কথা ফুরিয়ে গেছে, সময়ও
শীতলতা কিংবা উষ্ণতা
যেখানে আবার ফিরে আসা যায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন