![]() |
ছবি © রাহুল ভট্টাচার্য/ পিক্সাবে |
সাগ্নিক শীল
দূরে কাশের বনে শরতের দোলা লেগেছে, আকাশে বাতাসে মা এর আগমনী বার্তা ভেসে আসছে মেঘের ভেলায় চড়ে, শিল্পী কাঠামো তে মা এর রূপ দিতে ব্যস্ত, তার হাতের ছোঁয়া তেই যে মৃন্ময়ী মা এর মর্তে আগমন। এটেল মাটি সাতরঙা রঙে রঙিন হয়ে উঠবে আমাদের জীবনকে রাঙিয়ে দিতে, অপরূপা মহামায়া সকল আসুরিক অশুভ শক্তিকে বিনাশ করে হয়ে উঠবে আমাদের ঘরের মেয়ে, যদিও তা ক্ষণিকের। ষষ্ঠীর বোধন থেকে নবমীর সন্ধ্যে,পঞ্চম দিনে মা চলে কৈলাশের পথে স্বামীর ঘরের উদ্দেশ্য আকাশে ঢাকের বিদায় সুরের মাঝে মন কেঁদে ওঠে, তবু আশায় বুক বাঁধি আসছে বছর আবার হবে।