দোঁহা

পূর্বা মুখোপাধ্যায়ের কবিতা

 

প্রচ্ছদ. মরজানে সতরপির 'পার্সেপোলিস'

নিথর ফুলের আতর  

ঘোমটাপরা ওই ছায়া ভালোবাসি

ভালোবাসি মরা মেয়েটির নাম লেখা খোলা বুক

পৃথিবীর অন্ধ মেয়েদের কাঁধে কাতর বন্দুক
যখন ফিসফিস করে বলে, 'ফেলে দে আমায়'...
ভালোবাসি তাও।

*

বেঁচে থাকলে মেয়ে হতিস
মরে গিয়েও মেয়ে,

কমলকলি, অমন মুখ যে আলোয় ভেসে থাকার!
কে মেরেছে তোকে রে মা, যে মেরেছে তোকে

তাদের দীঘির জল শুকিয়ে যাক!
তাদের উঠোন শুকিয়ে হোক মরু!
তাদের ঘরে অন্ধ মেয়ের পেটে

ফুটফুটে এক মাহসা জন্মাক।

*

শাদা গোলাপ ছিঁড়তে হাতে কাঁটা
রক্ত ওদের বিষিয়ে আরও বিষ
মরা মেয়ের শোকে বিশ্ব কাঁপে
রাষ্ট্র শুধু বানাচ্ছে পুলিশ

পুলিশ মানে স্রোতের মুখে কুটো
স্রোত জনতার। ঘৃণার ভাষ্যকার,
আজ নিজেকে চিরস্থায়ী ভাবো?
বিষ বুঝে নিক বিষের অধিকার,

পতন আসুক পচন ধরে ধরে
ফুলের দেশের বসন্তের হাওয়া
আমার দেশে বয়ে এলেই ভাবি
শাদা গোলাপ, সন্ততি আমার

শাদা গোলাপ, আমার স্বপ্ন তুই
নিথর ফুলের আতর, মা আমার!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন