দোঁহা

মনোজ সিনহার কবিতা

 


পিতৃপক্ষ 


আকাশগঙ্গার কাছে যাবতীয় সৌরবিষাদ জমা রেখে নেমে আসে কালপুরুষ

প্রপিতামহদের বগলদাবা করে


জলের কাছে আজন্ম ঋণী পিতৃপুরুষ  

ঋণভারে ন্যুব্জ পুরুষদের 

কৃতজ্ঞতা স্বীকার ছাড়া আর কোন পথ নেই


তাই তিলতর্পনের পুরুষানুক্রমিক পরিতাপ 

নিয়ে ছায়াপথে জ্বলে ওঠে নক্ষত্রপুঞ্জ।


দাম্পত‍্য 


ভিনদেশ থেকে পাখিরা যখন ঘরে ফিরে,

এক রাগপ্রধান সঙ্গীত রেখে 

চলে যায় বিষন্ন গোধূলি।

জানালার কাঁচ ঘষে ঘষে দিন দিন 

হয়ে উঠে ধ্রুপদী।


যার মুর্ছনায় ঘুম ভেঙে জেগে ওঠে 

একের পর এক সভ‍্যতা।

যে সুরে যুগল শালিখের ঠোঁটে

নেমে আসে রোজ গাঢ় অন্ধকার।


সে সুরের নাম দাম্পত‍্য।


প্রতি আলিঙ্গনে মেপে নেয় তার আয়ুকাল।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন