দোঁহা

রাহুল রায়ের কবিতা

 


 সিলভিয়া প্ল্যাথ

শব্দের বাঁধ ভেঙে যেদিন
লিখেছিলেন— অজস্র প্রেমকথা

কোথাও ব্যাকুলতা,
কোথাও রক্তপাত— মনের গহীনে
কোথাও বিচ্ছেদ, কোথাও বা মিলন বেলা
তবুও 
নরক যন্ত্রণা বিঁধেছে কতশত বার...

মনে করিয়ে দিচ্ছে সেদিনের কথা—
                            সেই বৃষ্টি রাত আবার।

যেটুকু রং— সাদা কালো
বাকি উন্মুক্ত শরীর আর শূন্যতায় সেই প্রেম
চেনা শব্দের রঙ পাল্টায়, 
বিশ্বাসের গন্ডি পেরিয়ে কারা যেন চলে যায়...

ভিড় করে আসে এক অচেনা ভয়
তবুও জেনেছি
এখন আত্মহত্যার ঠিক সময় নয়।
 
 
সমাপ্তি

কতশত শব্দের রঙ মনের ঠোঙায়!
আমি কুড়িয়ে নিচ্ছি গন্ধে তার লাল ওড়না।

বাইরের মাঠ, ঘাট ধূসর বিবর্ণ...
অযথা ভেবে চলি—
প্রেম নেই, কথা নেই... বসন্ত ফেরেনি আর।

শুধুই বেঁচে ক্ষনিকের স্মৃতিটুকু
আঁকড়ে ধরে সাজিয়েছি গল্প শীতের শহরে।

এর পরের স্টেশনে নামতে হবে
অচেনা কেউ হয়তো তুমিই সে চেনা ভীড়ে।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন