দোঁহা

রিতম রিতের কবিতা

 

 
ইন্ট্রিগেশন

চোরা চিরকুট খেলা চলে এখনও ক্লাসরুমে
চক, ডাস্টার, নিভে আসা চশমাচোখ
দপ করে জ্বালিয়ে রেখেছে সেকালীন রেখা
অনামীঅতীত বুনসেন বার্ণার,

আপাতত, বিক্রিয়া চলেছে যেটুকু নমুনা অবশিষ্ট
উতরে যাবে কী—গেঁয়ো গোধূলিজীবন?

যারা যা জেনেছো জানও—
পাড়া—প্রতিবেশী,
নতুন প্রেমিক শুধু এটুকুই জানে
সমাধান মেলেনা চকে, মেয়েলি ইন্ট্রিগেশন।


তুলে রেখো

ওষুধের গন্ধে ডুবে
আত্মবিলোপের পথে ভেসে যাওয়া...
জীবন যেভাবে বয়ে যায় জীবনের নিয়মে

শুধু স্বাদটুকু তুলে রেখো স্যাম্পেল হিসাবে

একটু থিতু হলে
চাপা দিয়ে দেবো কভার স্লিপ
দেখে নিও মাইক্রোস্কোপে
কতো কি লেনদেন বাকি পড়ে আছে-তুলে রেখো,

সাহস বলতে আমি এটুকুই পারি
নিজের বিরুদ্ধে যাবো যাকে জিতেও হেরে যাওয়া বলে




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন