দোঁহা

অরিন্দম রায়ের কবিতা


ট্যুর ডায়েরি

স্তব্ধ পাহাড় চূড়া গুম্ফায় বেজে ওঠে ঘন্টার ধ্বনি
বরফ সরিয়ে সমতলভূমি থেকে ল্যান্ডরোভার উঠে এলো
লাল সোয়েটার পরা মহিলা, গুঞ্জন, মধুকর পুরুষের দল!
শিশুদের কোনও ভূমিকা নেই, শিশুরা পাহাড়ের গায়ে
গোলাপি রঙের সিরাপ ঢেলে বরফ চেটে খাবে!
মার্কিন ট্যুরিস্ট দেখে মনাস্ট্রি হেসে ওঠে ___আহ্লাদে বরফ গলে যায়


কুনো ব্যাঙ

যাবো না কোথাও। তার চেয়ে এই ভালো থুম মেরে বসে থাকা বাগানের টব, টবের বাগান।বৃক্ষ নয় সাজানো গাছের শোভা মানুষের খুব ভালো লাগে।তারা পকেটে রুপিয়া আর মস্তি নিয়ে ছুটে যায় প্লাস্টিকে মুড়ে রাখা ফুলের ভিতরে। অ্যাতো হা হা ও হি হি অ্যাতো দন্তক্যালানের দলে কিভাবে তুমি  সূর্যমুখী পুরুষ খুঁজে পাবে? ফ্লাওয়ার ভাসের জলে রোদ নেই, চিরকালীন অন্ধকার আছে।যাও তার হাত ধরে ঘুরে এসো কুলু-মানালি শিমলা বরফ, চাদরের তলায় ঢুকে 'আহ্! ওহ্!' বাজনা বাজাও। ট্রাভেলগ লিখবে ভেবে শেষে লেখো ফর্দ আর ঘোরার খরচ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন