দোঁহা

সংযুক্তা সেনগুপ্তের কবিতা



ইতি কাদম্বরী

মৃত্যু এলে সাড়ম্বরে
অন্ধকারের  আড়ম্বরে
আমায় খুঁজো শূন্য হলে লৌহবাসর

আমার তখন আগুন বসন ,
 অন্ধ হলে চোখের শাসন
তারায় এঁকো সীমন্তিনীর শেষ অনাদর

তখন ভীষন শ্রান্তি এলে
সমস্ত ভুল-ভ্রান্তি ফেলে
আলিঙ্গনের ইচ্ছে রেখো দীর্ঘশ্বাসে

অপেক্ষা আর উপেক্ষা দের
মাত্রা ছাড়ায় শেষ পারদের
এবার মায়ায় মিলিয়ে যাব খুব উচ্ছ্বাসে

আমার প্রথম সূর্য হয়ে
মস্ত আলোর আকাশ ছুঁয়ে
আমায় তুমি যত্নে লিখো 'প্রাণের পরে...'

নষ্ট জীবন, মৃত্যু আসুক, সাড়ম্বরে!



বিসর্গ

ভাঙ্গতে থাকে, জুড়তে থাকে
মৃত্যু রাখে টুকরো করে
একটা হিসেব ভুল হলে খুব
স্তব্ধ শয়েক শব্দ ঝরে

পুড়তে চাওয়ার ইচ্ছে রেখে
উড়তে শেখে বন্দি পোকা
শেষ উড়ানের মৃত্যু চেনে
অগুনতি বার, বহ্নি শিখা

হিসেব তবু ওড়ায় না ছাই
বিসর্গরাও শেষেই বাঁচে,
একখানা ঠাঁই খুঁজবে আবার
শীতঘুমে বা আগুন আঁচে...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন