দোঁহা

অয়ন চট্টোপাধ্যায়ের কবিতা



এপিটাফ সিরিজ


আমার সঞ্চয় শেষ। বৃষ্টিরেণু দিয়ে-
এতদিন লিখেছি যা, পারলে মনে রেখ
হলুদ আলোর নিচে তোমার হৃদয়ে।

সকলেরই সন্ধ্যা হয়। পাতার আড়ালে
কখন নেমেছে ক্লান্তি কেউ খোঁজ রাখো?
এতদিন কত মেঘ পালক হারালে!

শায়িত, এখনও তবু স্বপ্ন ওঠে কেঁপে
বড় সাধ, নষ্ট স্মৃতি ধুইয়ে দিতে রোজ
আমার কবরে যেন বৃষ্টি আসে ঝেঁপে


প্রত্মতাত্ত্বিক

অনেকদিন এখানে কোনও বৃষ্টি হয়নি
অনেকদিন এখানে খরার শূন্যতা
অনেকদিন এখানে  কোনও কাক ডাকেনি
অনেকদিন এখানে আদিম বন্যতা

অনেকদিন এখানে কেউ চুমু খায়নি
অনেকদিন এখানে শুধুই শীৎকার
অনেকদিন এখানে আকাশ নীল হয়নি
অনেকদিন এখানে চাতক-চিৎকার

অনেকদিন এখানে কোনও নদী আসেনি
অনেকদিন এখানে শুধুই অভিনয়
অনেকদিন এখানে কেউ ভালোবাসেনি
অনেকদিন এখানে কেউ বন্ধু নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন