দোঁহা

বিধান ঘোষের কবিতা



দৃশ্য ১


গভীর আকাশে এক মুঠো পাপ ছুড়ে দিলে
এদেশে সন্তান সম্ভবা সমস্ত নারী
পিছু পিছু ছুটে আসে।বেড়ে ওঠে আলো।
শোনো, অন্ধকার পথে তুমি যেওনা
পৃথিবী খুঁড়ে তুলে আনি তরল প্রসব।
সমস্ত প্রশংসা আর ভ্রূকুটি তাকালো...


দৃশ্য ২

আমরা পালাচ্ছি
চায়ের দোকান ছুটে চলেছে
বামদিকে কুকুরের দল
ডানদিকে ছুটছে ভাতের বাসন
এইভাবে তুমি যৌবনে এলে,তাই
বাকিটা পথ পেরোনো তোমার কর্তব্য…


দৃশ্য ৩

সম্প্রতি চাকরি পাওয়া ছেলে মেয়েদের দেখি
খুবই খারাপ লাগে।
বাবার রক্ত, বাস্তু জমি, মায়ের গয়না
এসব ফিরিয়ে আনতে ওরা রোজ ট্রেন ধরে।


দৃশ্য ৪

বছরের শেষে নিজে হাতে করে
মুখে কেক তুলে দেন যীশু,
আয়োজন করে নেমে আসে শীত,
বুকের ভেতর জাপ্টে ধরে
হাতে মদ মুখে মাংস তুলে দেয় নতুন বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন