দোঁহা

বকুল আহমেদের কবিতা

 


তুমি অভিমুখে

সূর্য-অস্ত যাচ্ছে, রাত-ভোর হচ্ছে
ঘুম ভাঙা চোখ আকাশ দেখছে-
মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে;
ইটের নীচে দূর্বাঘাসের পুনর্জন্ম হচ্ছে।
আজান হচ্ছে, মসজিদে পৌঁছে যাচ্ছে মুসল্লি
বুকের নদীতে জোয়ার হচ্ছে,
ভাটা হচ্ছে; শেওলার মতো ভেসে যাচ্ছি স্রোতে-
তবু, তোমার কাছে পৌঁছাতে পারছি না।


ফেব্রুয়ারির গল্প

আপনাকে পেয়ে আমার সমস্ত খিদে মিটে গেছে! তার'চে বরং গল্প করি দু'জনে।

-জানেন, ভাষার মাস এলেই দেখি-
দরদ একটু উতরিয়ে পড়ে বেশি।
কথায় কথায় মনে পড়ে একুশে ফেব্রুয়ারি,
কথা কথায় ভেসে ওঠে শহীদ মিনার- স্মৃতি।

-আমি কবিতা লিখি। প্রতিটি অক্ষর যেন সৈনিক! শব্দ আর বাক্য যেন-দামাল ছেলের দল। বুট আর বুলেটের শব্দে- বায়ান্ন-এ ফিরে গেলে দেখি-সালাম, বরকত, রফিক জব্বার-কবিতায় মিছিল করছে; এঁরাই তো কবিতা আমার!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন