দোঁহা

শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের কবিতা

 


 
আমার মুখের ভাষা, মাকে
আহত করতে পারে এই ভেবে আমি
ইদানীং চুপ করে থাকি

যা কিছু মায়ের কাছে শেখা
তাদের কিছুই তো কদর্য নয় তবু
চুপ করে থাকি; বৃশ্চিকধর্মী আমি

 
যখন অস্ফুট, স্বর, আবৃত্তি শিখিয়ে ছিল বাবা
—'শব্দ ব্রহ্ম, তাকে ছুঁয়ে ছুঁয়ে...'
কিভাবে শ্রোতার কর্ণগত হয়ে, ধ্বনি
পৌঁছে যায় ধীরে, মনে গেঁথে গেঁথে যায়
বাবার থেকেই শেখা এই অপূর্ব ম্যাজিক- 

শিকড় ভুলেছি আমি 
নিজস্ব লেখার স্বর খুঁজেই পাইনা! 
বারবার আমি ফিরে যাই, আমার বাবার কাছে



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন