২১ শে ফেব্রুয়ারি
ক)
যেমন আমার ভাষা দাবানলে
তেমন তোমার কথা হুতাসনে
তবুও দাঁড়িয়ে আছো ঘিরে ঘিরে
দেখো, জাগিয়ে দিলাম আলোড়নে
কবে তোমার মায়ের মুখকথা
ভেবেই হারিয়ে ফেরো দলে দলে
গুলির নীচেই আমি খোলামেলা
বাংলা ভাষার প্রতি নলে নলে
খ)
আগুন মুখো আমার ভাষা
বারুদ মুখো তুমি
জবানি, তোর নিজের কাছে!
লাশের চোখ চুমি
ও লাশ! তুই আমার ভাই
আমার সহোদর
ও লাশ! তোর বাংলা কথা
মায়ের মিঠে স্বর।
গ)
যজ্ঞাগ্নি থেকে উদ্ভূত হলো
শত শত অনড় মানুষ
তীব্র যন্ত্রণা তার মধ্যেই
ওরা চেঁচিয়ে বলে চলেছে:
"পুকুর", "ঘুম", "আলো", "ক্ষিদে", "মা"
সমাবর্তন। সমাবর্তন।
শশ্মান স্তব্ধতা, নৈঃশব্দ্য না কথা চিতা
কোনটা কামড়ে থাকবে, আঁচড়ে থাকবে
সেই ভাষা দল
যাদের কোনো নাম হয়নি?
ঘ)
যেদিন আমি লাশ হয়েছি
রক্ত জলে মুখ ধুয়েছি খুব
সেদিন তুমি ভিন্ন গ্রহে
অন্ন-ভাষা, অন্য দ্রোহে চুপ
আজ যে বড় বলতে এলে
বাংলা কথা-বেআক্কেলে ধুন্
করলে শুধু হাজার লোকে
অন্ধ কানা বন্ধ চোখে খুন
উড়ছে আজও নিশান রাঙা
রাজার ঘরে পাঁচিল ভাঙা চাই
বলছে যারা বলবে তারা
ঘৃণাবিমুখ ছন্নছাড়া-ভাই।