যাত্রাবিরতি
দিনের বাতি নিভে গিয়ে রাত গভীর হয়েছে
দিগন্তের মাঝপথে বুড়ো বটবৃক্ষের কাছে এসে
দিকনির্দেশক কাঁটার মতো থমকে দাঁড়িয়েছি
পুরোনো স্মৃতি হাতড়ে খুঁজতে থাকি
এগিয়েছি কতোটা সমবয়সী রাস্তা
কতোটা পথ এগিয়ে গেলে মৃত্যুর মতো নিরবতা
নৈঃশব্দের মোহনপুর।
যাত্রাবিরতি, নৈঃশব্দের ভেতর থেকে কেউ কথা কয়
কারো চপল অভিমান শিউলি ফুলের মতো ঝরে পড়ে
কারো লঘু অনুরাগ চুলের মতো ওঠে আসে চিরুনির ফাঁক গলে
কারো ফিসফিস কথোপকথন মিশে যায় ঝিরঝির বাতাসের ভেতর।
মাঝবয়সী জীবনে প্রিয়তমার চিরল হাসি
চুড়ির সিনজিন শব্দ
সব ফিকে হয়ে যায় গন্তব্যে পৌঁছার তীব্রবাসনার ভেতর
যাত্রাবিরতি মানেই অস্থিরতা, কোথাও যাওয়ার তাগিদ
হৃদয়ের গহীন থেকে কেউ ডেকে বলে- যাত্রাবিরতির সময় শেষ
এবার যেতে হবে, সামনেই দিগন্তের তটরেখা।