ফুলের বদলে
ভূতের বদলে পেন্সিল
পেন্সিলের বদলে পাখি
পাখির বদলে চামচ
চামচের বদলে ইস্কুল
ইস্কুলের বিপরীতে দেশির কাউন্টার
যদি একসঙ্গে পাই,
অসহ্য আনন্দে মরে যাব
পাখির ডানাটি খাব।
মাঝে মাঝে যাতায়াত করব
একটা বেড়াল থেকে আরেক বেড়ালে…
খুব সংগীতময়
খুব সংগীতময় উৎসব
তুমি তাল ফেলে ফেলে হাঁটছ…
আমি মুরাকামি থেকে বলছি,
তুমি শুনতে শুনতে কইলে-
যাও,থাকব না আর সঙ্গে।
বড় মানবিক রণরঙ্গে
তুমি নিশ্চিত করো বাক্য।
যেন বৃক্ষের নীচে ঝলসাই…
ইস,মুখটিও চেনা যায় না!
সাদা ধোঁয়াটির নীল রংকে
জাদু বাস্তব বলে ভাবলেই
আমি কবিতার মতো থাকছি…
তুমি অপরাধ বোধ ভাবলে…
বলো,আঁচড়িয়ে মাটি বলে দাও
প্রিয় শব্দের মতো পিচ্ছিল
মাঠে ফেলে যাবে। বলো,আমাকেই…
একা মাটিতে তাকিয়ে দেখব,
কেঁচো বেরোনোর মুখে দাঁড়াল…
দূরে মাছ রান্নার গন্ধ
দূরে ছুটি হয়ে গেছে ইস্কুল…