রং
কী বাসন্তী ঝরে পড়ে, দশটা সাত ছেঁড়াফাটা হাওয়াই স্যান্ডেল,
'কাল যে দেখিনি বড়' বাসিজামা একে তাকে খোঁজ
গাছে গাছে পিককুল শিহরিয়া অপরে শুধায়
বর তবে ছেড়ে গেছে, শেষ অবধি ছেড়ে গেল ওকে?
ছেড়েছে তো কী হয়েছে কামরায় রোজ ওঠে
পাতাটিপ সেফটিপিন নতুন হকার...
লাউকুমড়ো কলমিশাক সুসময়ে সজনেরও ফুল
কী হাসি কী হাসি ওর 'এমনি এমনি এত বিক্রি হয়?'
প্রতিদিন বোঝা খালি মনে মনে পরম ছেনাল
রাত থাকতে জেগে ওঠে চেয়েমেগে ওষ্ঠে মাখে
ফেলে দেওয়া রং
এ হপ্তায় বই দেখবে এমন দখিনাদিনে দুঃখ নিয়ে বেঁচে থাকা যায়!
-বলো দিদি, তুমি যদি না-ই ছাড়ো, সুখ তবে কী উপায়ে ছাড়বে তোমায়?
কোমরে জলের ঢেউ, শুখা পান ও বাসন্তী, বাসি
প্রতিদিন ছেড়ে গিয়ে আমাদেরও ভাঙাচোরা তুলিতে আবার
তোকেই ঢালব বলে, 'ফিরেছ না দেরি আরও!'
বলতে বলতে ফিরে যাই। আসি।