দোঁহা

সংযুক্তা সেনগুপ্তের কবিতা

 


সাত বসন্ত  
এক বসন্ত লেখায় যত গান
হিংসুটে চোখ, একশো অভিমান
আমায় সেসব উজাড় করে দিলে

তোমার যত খোয়াই বা ধানসিঁড়ি
ভ্রান্ত হিসেব, ক্লান্ত কানাকড়ি,
আমার চোখেই বৃষ্টি চিনেছিলে।

এক পলকে পাল্টে যাওয়ার ঋতু
 অগুনতি ঢেউ আচমকা ধূমকেতু
বুক পকেটে নকশী আঁকা মেঘ

চৌকাঠে মন আবদারে খুনসুটি,  
 কুড়িয়ে রাখা রঙিন ধুলো মাটি
তোমার খানিক অশান্তি উদ্বেগ

এমন করেই ভৈরবী খাম্বাজ
আমার তুমি একলা পৃথ্বীরাজ
সাত জনমে জন্মে ছিলে জানি

ঘোড় সওয়ারির আরোহী বদলায়
পাগল কি আর নন্দিনী আগলায়?
সাত বসন্ত তোমার কাছে ঋণী...


 
শব্দহীনা

আলোয় নামে আরেকটা ভোরবেলা 
চোখের চাওয়া অনিশ্চিতের মাঝে 
তোমার চেনা ঘর না বাঁধা খেলা 
হঠাৎ খোঁজো বুকপকেটের খাঁজে

ঘুমিয়ে থাকা অবাধ্য আক্রোশে
পেরিয়ে এলে লক্ষ কোষী কাঁটা
অক্ষৌহিণী বৃষ্টিরেখা জানে 
জোয়ারে তার মুখচোরা কোন ভাঁটা

বালির উপর আবাদি জল, জমি 
কেমন এ ঘর বাঁধবে উদাসীনা
সাক্ষী থেকো দীর্ঘজীবী শোকে 
এ ভৈরবী গাইতে সে আসবে না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন