দোঁহা

শ্রীদর্শিনী চক্রবর্তীর কবিতা

 


ফাগ 

পড়ে আসা আঁচে বেলা অনতি বলকে
ফুটেছে, তবুও যেন ম্রিয়মাণ ছায়া
পিছু পিছু হেঁটে চলে একাও ছাড়েনা-
নুনের বিরহ চায় জোঁকেরা যেমন।

ফাল্গুনে এ কেমন অধীর প্রলাপে
শরীর নিকিয়ে নেয় পাতা ছেড়ে পরে।
গাছে গাছে দেখা হয়, দূর বিঁধে থাকে
রেলের গেটের থাকে একাকী কাহন।

সংসার আতিপাতি খুঁজে দেখি সারি
শুকের সঙ্গ ছেড়ে নিজেকে সাজায়,
ডানা যার আছে তার কীসের ভণিতা
রুহ থেকে রুহে তার রুবাই যাপন।

তোমাকে রেখেছি সখা সঘন সুদূরে,
ভুলে গেছি ভাষা যাহে তোমাতে বসতি
ভিতরে তীব্র ফাগ আজীবন লেখা-
নুনের বিরহ চায় জোঁকেরা যেমন।



চৈত্রের কাফন


কবিতায় সন্তুষ্ট পাতা উড়ে গেলে তোমাকে ভেবেছি। কী দারুণ বেওকুফি নিজেকে সরিয়ে আয়নায় অন্য মুখ দেখা। এদিকে পার্ক সার্কাস মোড় ছাতিমগন্ধ নিয়ে অযথা আকূল, তাকে বোঝাতে পারিনা। হৃদয় স্পর্শ, গন্ধ, রূপ, রস বাদে অসামান্য হিসেবও বোঝে। অথচ মায়াও হয় - যে মেয়েটি চলে গেছে তাকে নিয়ে পদ্য করা ছাড়া তুমিও উপায়হীন দেখে। তোমারও তো বাজারে হাততালি কুড়িয়ে খেতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন