দোঁহা

বিধান গোস্বামীর কবিতা

 



বর্ষা
 

পুড়তে পুড়তে এই যে আপাদমস্তক ভিজে গেলে

সবুজ সংবাদ পৃথিবীময়, মেঘেদের জলাশয়ে হাঁসের জলকেলি, পায়ে নূপুর বেঁধেছো

অদূরে দেয়াল পড়ার শব্দ শুনেছো কি?



অর্কিড

প্রতিদিন দেখি স্কুলে যাও
নতুন ফ্রক, পায়ে নূপুর!
কে বেঁধেছে ঝুটি?

আচ্ছা, আমায় দেখেছো কখনো
রাস্তার পাশে রেলিং ধরে দাঁড়িয়ে থাকি রোজ...

আমার তো অতোটুকুই স্পর্ধা,
ভালোলাগাগুলি নিয়ে ফুল হয়ে ফুটি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন