দোঁহা

দেবাশিস মহন্তের কবিতা



অথচ শব্দ শোনা যায়

আত্রাই নদীর দহে
জলের রঙ ফিরছে
কাচবরণ রঙ।

ধানের খেতে
একটা শিশির টলমল করছে
সেই কবে থেকে;
পড়ে না,
অথচ শব্দ শোনা যায়।



ফসল বিলাসিনী

ফটিকজল ডাকে…

ওগো ইন্দ্ররাজার মেঘ
চারদিকে চাষের বাজনা বাজে

রঙের ঘোর কেটে গেলে
আমাদের ফসল বিলাসিনী
সাতভুবন পেরিয়ে উঠোনে আসে

ওগো ইন্দ্ররাজার মেঘ
ঝরঝর ধারায় ঝরও…

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন