দোঁহা

স্বরূপ মালের কবিতা



মায়া

নীল আকাশের নিচে
গাছে এসে বসে কত, শিকল বাঁধা দগদগে ঘা,

জলপাত্র শুকিয়ে যায়
গাছের ডাল পূর্ণ অপূর্ণ...

শূন্য শিকলে জং ধরে, মায়া কেঁদে যায়

কেবলই দেওয়া নেওয়া, চাওয়া-পাওয়া শর্ত
নিষ্প্রাণ কম্পন ও জানে না
ব্যবধান প্রাণসম্পর্ক...



পেরেক

একটা চাতক পাখি
উড়ে যেতে যেতে বসেছিল

সেই লাল দড়িটার উপর
তিরিশটা সিঁড়ি, আর একটুখানি কালো রাস্তা

সবুজ রং ডেকে আনলো শেষ কপিনের পেরেক

সূর্যের সাথে প্রতিদিন পুড়তে

ঘড়িতে বাজে এগারোটা
জীবন লড়াইয়ের গান

দাড়ি গোঁফ সাদা হয়ে গেল...

লাল দড়িটা ভেজে রোদে
ফুলে উঠেছে শরীর

শেষ পেড়েকটির জন্য হাতুড়ি হারিয়ে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন