অ্যাসাইলাম
দাম্পত্য সেলাই করছি যদিও ফাটা জিনস হাঁটু এখন ইন-
আজ কবিতা দিবস কবিতারা গাছ হয়ে দুলছে ওপর নীচ,
চিলতে দালানে তাদের ছায়া।
বুচার শপে টাঙানো বিবেক পিস পিস করে কাটি-
একসময় নার্ভগুলো ওষুধে বাধ্য ছেলে ঘুমতো,
এখন ওরা উলঙ্গ হয়ে নাচে।
রাত জেগে ওরা হুইলব্যারো নিয়ে হাঁটে-
ভাঙা প্রেম খাঁচায় পুড়ে চিড়িয়াখানায় চালান হবে,
জোড়ি ব্রেকার মুভিতে এরকম কিছু বলা ছিল।
অন্ধকার করিডোরে ঘুলঘুলির ক্যালাইডোস্কোপ-
মাংস খেতে ভালবাসে লোভী হাত,
তাই প্যাঁচার মত গোল চোখে গাম্ভীর্য দেখাও সারারাত।
খিচুড়িভোগ
আলটুসি মেঘ কান্নার সাথে দোস্তির অপরাধে ম্যাজিসিয়ান ওদের তালাবন্ধ বাক্সে ভাসিয়ে দিয়েছে-
ভ্যাবলা বাসিমুখ,
কাকভেজা ব্যালকনির টব ডানা শুকচ্ছে হেয়ার ড্রায়ারে।
নির্লজ্জ মুখাভিনয়গুলো ছুটির রান্নার উপকরণ-
কবিতার 'ক' নিয়ে বৈকালিক আলোচনায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড,
অ্যাজেন্ডাগুলো খামোখা ভেংচি কাটে!
মাত্রাছাড়া ভাবনার জেদ গাছের অথচ আগাছা জমেছে মাথায় উকুন,
অনাবশ্যক জেদের ধারক বাহক আমার উট কাঁধ-
চেষ্টালব্ধ বাবা হতে পারেনি ভুলভুলাইয়া কবি।