শীতকাল
১.
দৃশ্য। এদিক ওদিক ছোটে। অক্ষর চরিত্রের আকার নেয়। মধ্যরাতে ছাদ একা হয়ে এলে ক্ষত বেহালার সুরে চাঁদ শহর পরিক্রমা করে। ছেলেটা শাখ বাজিয়ে প্রদীপ দিল তুলসীর কাছে, মেয়েটা মাথায় নীল নিয়ে ছুটে গিয়ে দাবানল হয়ে গেলো। তাপের শব্দ কান পেতে শোনে ট্রামলাইন। ফুটপাত পাগল আস্তাকুঁড় সময়ের জলে মুখথুবড়ে পরে সূর্য তাই পাহাড়ের চূড়ার মতো ঝকঝক করে ইস্পাত।
তোমার প্রিয় বেড়ালের নাখ, কেওকারপিন গ্রিন দেওয়ালে আঁকা হলুদ পাল, হাসি ঠাট্টা ইনফিউশান। সব শেষে আমি হেমন্তের মতো প্রতিভাবান নই। শীত আসছে, এটাই ভালো বলে মনে হয় আমার...
২.
দীর্ঘ পৌষের রাত
জ্যোৎস্না গলে যাওয়া লাল ময়ূরাক্ষী
শ্যাম্পেনের গ্লাসে ফালিকাটা লেবুর মতো
চাঁদ আটকে চেটেছি
দেখতে দেখতে ঘোলাটে হচ্ছে কালপুরুষ
আস্ত ধ্রুবতারাটা বারোয়ারী হয়ে গেলো
আর তুমি তো সেদিনের...